১। সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন :- (ক) এই আইন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ণ বোর্ড আইন ২০১৭ নামে অভিহিত হইবে। (খ) ইহা অবিলম্বে কারয্যকর হইবে
২। সংজ্ঞা :- বিষয় অথবা প্রসংগের পরিপন্থী কিছু না থাকিলে এই আইনে
ক) বোর্ড বলিতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ণ বোর্ড বুঝাইবে।
খ) চেয়ারম্যান বলিতে বোর্ডের চেয়ারম্যান বুঝাইবে।
গ) সদস্য বলিতে বোর্ডের সদস্য বুঝাইবে।
ঘ) সরকার বলিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বুঝাইবে।
ঙ) ভূমি বলিতে State acquisition and tenancy A ct 1950 (EB act no XXVII of 1950) এ সংজ্ঞায়িত কোন ভূমি বুঝাইবে।
চ) নিয়ন্ত্রিত এলাকা বলিতে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ও উপকেন্দ্র বা বোর্ড কর্তৃক কোন বিশেষ সময়ে নির্ধারিত এলাকা সমূহ বুঝাইবে।
ছ) শক্তি বলিতে পানি বিদ্যুৎ, তাপ বিদ্যুৎ, বৈদ্যুতিক শক্তি, আনবিক শক্তি, নবায়নযোগ্য জ্বালানী শক্তি সহ সকল প্রকার শক্তি অথবা সরকারী গেজেট জারিকৃত বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্য যে কোন প্রকার বিদ্যুৎ শক্তি ইহার অন্তর্ভূক্ত হইবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস